“ছোটদের ইতিহাসের কাহিনী” বইয়ের সংক্ষিপ্ত লেখা:
গল্প সকল শ্রেণি, সকল পেশা ও সব বয়সী মানুষেরই প্রিয়। চাই সে শিশু, তরুন, যুবক, পৌঢ় অথবা বৃদ্ধই হোকনা কেনো? তাইতো মহানবীর কাছে সকল বয়সী সাহাবায়ে কেরাম গল্প শোনার আবদার করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আসমান থেকে গল্প নাযিল করলেন এবং বললেন ‘হে নবী আমি (আল্লাহ) আপনাকে সর্বোত্তম কাহিনী বর্ণনা করেছি, আপনার কাছে এই কুরআন অহীর মাধ্যমে। (সূরাঃ ইউসুফ-১২) তাহলে পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বাধিক সুন্দর, সাহিত্যে টইটম্বুর, অনিন্দ্য শৈলীতে শোভিত, মনোমুগ্ধকর ব্যঞ্জনায় উদ্দীপ্ত এক গল্প শোনাচ্ছেন এই বসুন্ধরার মালিক তার শ্রেষ্ট সৃষ্টি মানুষকে। কেন? গল্প শোনতে সবাই পছন্দ করে। কেন? গল্পের শিক্ষা হৃদয়ের গহীন শৈলীতে অঙ্কিত হয়ে যায়। আচ্ছা প্রিয় পাঠক, চলুন। ঘুরে আসি কুরআনের বাঁকে। শুনে আসি গল্পের গুণাগুণ মহান রবের মুখে।