“বৌলাই বাড়ির ৪০০ বছর” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বৌলাই পরিবার যেমন মুঘল আমলের অভিজাত জমিদার, তেমনই ইংরাজের সঙ্গেও সে চিরস্থায়ী বন্দোবস্তের চুক্তিতে আবদ্ধ এক জমিদার।…কিশােরগঞ্জের এই প্রাচীনপন্থী জমিদার পরিবারটি মুঘল ঐতিহ্যে সঞ্জীবিত ছিল। এ পরিবারের সদস্যগণ ছিলেন রসগ্রাহী পাঠক ও গুণী কবি। জমিদার হওয়া সত্ত্বেও বৌলাই পরিবার ছিল ইংরাজ রাজশক্তির বিরােধী মানসে লালিত। বৌলাই পরিবার। অত্যাচারী নীলকর ওয়াটের বিরুদ্ধে লাঠিয়াল দল দোস্তা] পাঠানাের হিম্মত দেখিয়েছিল।