১০৯৫ সালের পর থেকে শুরু মুসলিমদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানের আগ্রাসী আক্রমণ। ক্রুসেডের ক্রমধারা এখনো শেষ হয়নি। সর্বশেষ ২০১৯ সালে ক্রাইস্টচার্চ হামলাই প্রমাণ করে আমরা ক্রুসেডের হামলা ভুলে গেলও তারা ভুলে যায়নি। হামলাকরীদের সে-অটোমেটিক রাইফেলে অঙ্কিত চিত্র আপতদৃষ্টিতে শুধু কিছু লিখা মনে হলেও আদতে তা প্রাচীন ক্রুসেডের ইতিহাসকেই প্রতিনিধিত্ব করে। ক্রুসেডীয় চেতনার ইতিবৃত্তি নিয়ে জানতে পড়ুন “নব্যক্রুসেডের পদধ্বনি”।