গল্প লেখার কায়দাটা বেশ ভালােভাবেই রপ্ত করেছেন মাসউদুল কাদির । তাঁর গল্পের বিষয়বস্তুও ব্যতিক্রম । হাসি – কান্না , আনন্দ – বেদনা , ঝুট – ঝামেলা থেকে শুরু করে প্রতিদিন নানা কিছুর মুখােমুখি হই আমরা । এই জীবনকে দেখা এবং এই দেখা থেকে গল্প তৈরি , কারিগর দক্ষ না হলে সম্ভব নয় । মাসউদুল কাদিরের গল্পগুলাে কথাসহিত্যে তাঁর দক্ষতা অর্জনের কথাই বলে । জীবনের ছােট ছােট ঘটনাগুলােকে তিনি অতি উপাদেয়ভাবে পাঠকের সামনে হাজির করেছেন । বিশ্বাস – পাঠক এখান থেকে তাঁদের পছন্দমতাে রসাস্বাদন করে নিতে পারবেন । তাঁর গল্পে বিষয় বৈচিত্র্যের অভাব নেই । অহেতুক বর্ণনার ঘনঘটা নেই । নির্ভেজাল গল্প কেঁদেছেন তিনি । আধুনিক পাঠক নির্মেদ গল্পই পছন্দ করে । মাসউদুল কাদির নির্মেদ গল্প লিখেছেন । আধুনিক পাঠকের আধুনিক লেখক । পাঠকের তৃপ্তিই লেখকের তৃপ্তি । পাঠক তৃপ্তি পেলে লেখক প্রশান্তি অনুভব করেন । তাঁর পরিশ্রম সার্থক । তাঁর গল্পগুলাে তৃপ্তিদায়ক । আল্লাহ রাব্দুল আলামিন তাকে আরাে বেশি পাঠকের তৃপ্তি দেওয়ার রহমত দান করুন । আমীন ।