“পালকের ব্লাউজ” বইয়ের সংক্ষিপ্ত লেখা:
একটা বিন্দু ধরে শুরু করা যাক। যেহেতু কথার পিঠে কথা আসে, সেহেতু গল্পই, গল্পই তো বলার আছে। আর সে গল্পগুলো বলেছেন শিপা সুলতানা। লিখছেন দীর্ঘদিন ধরে। জমানো সে গল্পগুলো এবার মলাটবন্ধি হলো। এটি লেখকের প্রথম গল্পের বই।