“কিছু না বলা কথা” বইটি সম্পর্কে কিছু কথাঃ
জানিনা কবে থামবে মন মেঘের এ বর্ষণ,
কবে আসবে তুমি , ভাঙবে এ নির্বাসন
কিছু অভিযােগে কিছু অভিমানে
অগােচরে আছে বুকচাপা যাতনা ব্যথা,
জেনেছ কি জানতে চেয়েছ কভু,
জেনেও জানলে না তবু,
মন গহীনে লুকানাে কিছু না বলা কথা।
কবি – মিসেস সৈয়দা তাসনিম খান (বকুল)