“সেদিন” বইয়ের ফ্ল্যাপ থেকে নেয়াঃ
ইতি, ঝুম। পুরােটা চিঠি পড়ে একটা জায়গায় ভুল লিখেছি বলে মনে হচ্ছে আমার । চিঠি থেকে চোখ তুলে ভ্যালেরিয়ার দিকে তাকিয়ে বললাম, ভ্যালেরিয়া! একটা কলম দাও তাে! ভ্যালেরিয়া সহাস্যে একটা কলম আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও।
আমি কলমটা হাতে নিয়ে বেশ খানিকক্ষণ চেয়ে রইলাম। ধূসরকে সম্বােধন করে লেখা প্রিয় শব্দটায় আমার চোখ আটকে গেল। প্রিয় এমন একটা শব্দ যার মাঝে আছে পৃথিবীর সবটুকু আবেগ আর আস্থাভরা দুটি বর্ণ। প্রিয় শব্দটা শুধু দুটি বর্ণেরই মিলন না, দুটি মনেরও মিলন বটে। তাই প্রিয় শব্দটা কেটে দিলাম। এখন চিঠিটায় কোনাে ভুল নেই, কোনাে ভুল নেই! কেননা ধূসরকে ভালােবাসি সত্যি। কিন্তু কেন যেন তাকে আপন মনে হয় না। তাই, প্রিয় লেখাটা বেমানান।
আমি ধূসরের সবটুকুকে আমার পুরােটা দিয়ে ভালােবাসি আর ঘৃণা করি ধূসরের প্রতি আমার এই ভালােবাসাকে।