“কৃত্তিবাস রহস্য” বইয়ের প্রচ্ছদের লেখা:গৌহাটির রাতের অন্ধকারে উধাও হয়ে যাচ্ছে ফুটপাতবাসীরা। একটা লেডিস ব্যাগ তাকে ঘিরে ভয়ংকর রহস্য পবিতার ঘন জঙ্গলে কেন সূর্যদেবের মন্দির। সূর্যমন্দিরের সঙ্গে কৃত্তিবাসের কী যােগাযােগ অরণ্য আর বান্ধবী দিয়া গৌহাটি বেড়াতে গিয়ে জড়িয়ে পড়ল এক ভয়ংকর আন্তর্জাতিক চক্রে। সেখানে সামান্য ভুলের শাস্তি মৃত্যু। আড়ালে কে রয়েছে এই বীভৎস খেলার? অরণ্য আর দিয়া কি পারবে এই রহস্য সমাধান করতে নাকি তারাও উধাও হয়ে যাবে সেই ফুটপাতবাসীদের মতাে? টানটান উত্তেজনা! অরণ্য আর দিয়ার নতুন রুদ্ধশ্বাস থ্রিলার অ্যাডভেনচার কৃত্তিবাস রহস্য।