“আপনার প্রতিবেশী” বইয়ের সংক্ষিপ্ত কথা:
আমার জানামতে উপমহাদেশের উলামায়ে কেরামের মাঝে হযরত থানবী রহমাহুল্লাহ’র পরে যার লেখনি সবচে’ বেশি আলো বিলিয়েছে তিনি হলেন-শায়খুল ইসলাম আল্লামা তকী উসমানী। তিনি জীবনের প্রতিটি অনুষঙ্গে কথা বলেছেন, কলম ধরেছেন। তিনি যা বলেন পরবর্তীতে তা বইয়ে রূপ নেয়। বিশাল কলেবরে গ্রন্থাকারে প্রকাশিত ‘ইসলাহী খুতুবাত’সহ অন্যান্য গ্রন্থাবলী সে কথাই বলে।
জুমআর খুতবাপূর্ব বয়ানের জন্য অনেকদিন যাবৎ প্রতিবেশীর অধিকার নিয়ে লেখা বই খুঁজছিলাম। ঘটনাক্রমে বাংলাভাষায় এ বিষয়ে উল্লেখযোগ্য কোনো বই চোখে পড়েনি। শায়খুল ইসলাম আল্লামা তকী উসমানীর ‘ইসলাহী খুতুবাত’ খুলে দেখি, এ বিষয়ে ভিন্ন ভিন্ন শিরোনামে শায়খের দুটি বক্তব্য রয়েছে। কয়েকদিন পর প্রতিবেশীর হক সম্পর্কীত শায়খের বয়ানের তৃতীয় আরেকটি রিসালার সন্ধান পেলাম। রিসালাগুলো পড়ে খুবই উপকৃত হলাম। জুমআতে এ বিষয়ে আলোচনা করলাম। মনে হল, রিসালা তিনটি একত্রে বাংলা ভাষায় বই আকারে প্রকাশ করতে পারলে সর্বসাধারণ উপকৃত হবে, সে মানসিকতা থেকেই বক্ষমান গ্রন্থের অবতারণা।
গ্রন্থের শেষে প্রতিবেশীর অধিকার ও মর্যাদা বিষয়ক ৪৫টি হাদীস ও আছার মূল পাঠ ও অনুবাদসহ সংযোজন করা হয়েছে। পাঠকের দৃষ্টিতে কোথাও কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হলে আমাদেরকে জানালে পরবর্তী সংস্করণে আমরা তা শুধরে নেব ইনশাআল্লাহ।