“ইংলিশ কনভারসেশন প্র্যাক্টিস অ্যান্ড ট্রান্সলেশন” বইটির সম্পর্কে কিছু কথা:
এই বইটিতে ইংরেজি বাক্যগঠনের সক্ষমতা বাড়ানাের উদ্দেশ্যে পরিকল্পনা করা হয়েছে। সব বাক্যেরই সঠিক উচ্চারণ অর্থসহ দেওয়া হয়েছে। উচ্চারণ এর ক্ষেত্রে যথাসম্ভব শব্দের প্রকৃত উচ্চারণকে অনুসরণ করা হয়েছে এবং প্রচলিত ভূল উচ্চারণকে পরিহার করা হয়েছে। বইটিতে দৈন্দিন জীবনে ও কর্মক্ষেত্রে সবচেয়ে প্রয়ােজনীয় বাক্যগুলির গঠনশেলীর পুনরাবৃত্তি করা হয়েছে। Situational বা অবস্থাভিত্তিক আলােচনা করা হয়েছে। তাছাড়া প্রচুর Conversation Practice সন্নিবেশিত করা হয়েছে। আমিরিকান এই বইটি বাংলায় শুদ্ধভাবে আমরাই প্রথম প্রকাশিত করি। বইটি পড়ে উপকার পেতে হলে প্রতিটি অধ্যায় অর্থসহ বুঝে শুদ্ধ উচ্চারণে ইংরেজি কথােপকথনগুলি পড়ে যেতে হবে। বইটি ইংরেজি কথােপকথনের ক্ষেত্রে পাঠকের বিভিন্ন প্রতিযােগিতা পরিক্ষায় অনেক উপকারে আসবে বলেই আশা করি।