“সত্যি ভূতের গল্প” বইয়ের পেছনের কভারে লেখা:পৃথিবীর সবদেশেই অপ্রাকৃতিক ও অতিলৌকিকে যারা ঘাের বিশ্বাসী তাদের অনেককে বলতে শােনা যায় বিশাল ব্যক্তিত্বের কোনও মানুষ মারা যাবার আগে প্রকৃতির প্রচণ্ড আলােড়ন শুরু হয়। এই ধারণার সঙ্গে সম্পর্ক আছে এমন দুটি ঘটনা এই প্রসঙ্গে তুলে ধরছি। প্রথম ঘটনার, নায়ক ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিত্ব অলিভার ক্রমওয়েল ১৬৫৮ সালে ইংল্যান্ডের হ্যাম্পটন কোর্ট প্রাসাদে তিনি মারা যান। শােনা যায় তিনি শেষ নিঃশ্বাস ফেলার আগে প্রাসাদের ওপর বয়ে গিয়েছিল এক অভাবিত ঝড়। অভাবিত, কারণ আকাশ সেদিন ছিল পরিস্কার, মেঘমুক্ত ঝড়ের কোনও লক্ষণ সেদিন কারও চোখে পড়েনি। ভূত আছে কি নেই এই সনাতন বিতর্কে না গিয়ে শুধু সবিনয়ে বলব ভূত মানে যদি অতীত হয় তাহলে সেই অতীতের অস্তিত্বকে তাে অস্বীকার করা চলে না কোনমতেই। পৃথিবীর আনাচে কানাচে সর্বধর্মের মধ্যে বিস্তর ভূতের অস্তিত্ব আছে। সেইরকমই কিছু সত্যিকারের ভূতুড়ে গল্প নিয়েই এই বইয়ের উপস্থিতি। পড়ার আগে বেছে নিন শীতের সন্ধ্যা বা রাত্রি।