“জোছনাবন্দি” বইয়ের সংক্ষিপ্ত কথা:
কিছু সফর থাকে যা গন্তব্যস্থলের থেকে সুন্দর হয়। “জোছনাবন্দি” আমার কাছে এমন একটি সফর। আর বইটির গন্তব্য পাঠকরাই নির্ধারণ করবেন। শূন্যতাও তো একসময় শূন্যে বিলীন হয়। তবু মানুষ চায় সবকিছু আজীবন ধরে রাখতে, সুন্দর মুহূর্তগুলোকে বন্দি করে রাখতে। চায় সমস্ত কলুষতাগুলো ছুঁড়ে ফেলে বিশুদ্ধ জোছনায় অবগাহন করে আত্মায় পরিশুদ্ধতা বয়ে আনতে। সমাজের শেকল ব্যক্তিসত্তাকে যে কারাগারে বন্দি করে রেখেছে সেখান থেকে কতটুকু শুদ্ধিই বা লাভ করা যায়? তবু মানুষ আত্মায় পরিশুদ্ধতা লাভের আশায় জোছনাবন্দি একটি রাত্রীর খোঁজ করতে থাকে। আঁধার ফুরিয়ে গেলে তাদের এই চোখের ভাষা আর পড়া যায় না। ব্যক্তি মনের এই অব্যক্ত অনুভবগুলো নিয়েই আমার এবারের কাব্যগ্রন্থ “জোছনাবন্দি”।