“ফুঁ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
“এক ফুয়ে আলাে নেভে
মন্দ বা ভালাে নেভে”
এই দুই লাইন দেখে মনে হতে পারে, ফু হয়তাে কোন কবিতার বই। আসলে, ফু একটা উপন্যাস। আমাদেরই আশেপাশে থাকা সমাজের কিছু অচেনা মানুষের জীবনের উপাখ্যান, যারা বড় ঝড়ের ঝাপটায় বুক চিতিয়ে দাঁড়িয়েও নিভে গেছে; সময়ের ছােট এক ফুয়ে।