কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে, ফোরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে। হযরত আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত, নবি করিম (সা) বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন না ফোরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে। মানুষেরা এটি দখল করার জন্য যুদ্ধে লিপ্ত হবে। এ যুদ্ধে শতকরা নিরানব্বই জনই নিহত হবে। তাদের প্রত্যেকেই বলবে, আমিই এ যুদ্ধে রেহাই পাব এবং স্বর্ণের পাহাড়টি দখল করে নেব।’ (সহিহ মুসলিম)
১৯৯০ সালে ইরাকের কুয়েত দখল, তৎপরবর্তী যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ প্রেসিডেন্ট সিনিয়র বুশের ইরাকে প্রচ- হামলা এবং ২০০৩ সালে আবারো ইঙ্গ-মার্কিন আগ্রাসনের থাবায় ধ্বংসের পথে মানব সভ্যতার লীলাভুমি ইরাক। এ ধারা বর্তমানেও অব্যাহত আছে। রক্ত ঝরছে তো ঝরছেই, কেউ নিরাপদ নয়। কিয়ামতের আলামতের যে হাদিস তাতে আগ্রাসন, রক্তপাত, যুদ্ধ ও হামলা তা সহজে বন্ধ হওয়ার কথা নয়। জানি না এর শেষ কোথায়? তবে মহামহিম আল্লাহই জ্ঞাত। গ্রন্থটির ১ম সংস্করণ অনেক আগেই শেষ হয়েছে। কিন্তু গ্রন্থের প্রয়োজনীয়তা শেষ হবার নয়। সর্বশ্রেণির পাঠক, লেখক ও গবেষকদের জন্য গ্রন্থটি অবদান রাখবে এ বিশ্বাস থেকেই প্রকাশের তাগিদ তো ছিলোই। অক্ষরবৃত্তের প্রকাশক বন্ধুবর আনিস সুজন এগিয়ে এলেন দরাজ হৃদয়ে। সাথে আছেন যোগ্য সহযোদ্ধা কাজী জোহেব ভাই। তাদের অবারিত সহযোগিতায় আলোর পথে ‘রক্তে ভাসে ইরাক।’ আশা করি বর্ধিত কলেবরের এই ২য় সংস্করণও বিপুল পাঠকপ্রিয়তা বরাবরের মতোই অর্জন করবে।