“দূর দ্বীপবাসিনী” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
সামান্য কিছু টাকা হাতে নিয়ে উচ্চ শিক্ষার্থে অ্যামেরিকা এসেছিলাে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সুমন চৌধুরী। এসেই মুখােমুখি হলাে অ্যামেরিকার কঠিন বাস্তব জীবনের। এখানে সেখানে। ধাক্কা খেয়ে যখন ভাবলাে হাল ছেড়ে দেবে, এমনি। সময় বন্ধু হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলাে অনিন্দ সুন্দরী মেয়ে ক্রিস্টিনা। কিন্তু অনেক আগে থেকেই সুমনের হৃদয় জুড়ে আছে মনে মনে ভেবে রাখা খুব কাছের বন্ধু ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্রী অর্পিতা। এখন কি হবে? তিনটি ছেলেমেয়ে কিভাবে একে অপরের জীবনকে প্রভাবিত করেছিলাে, দূর দ্বীপবাসিনী উপন্যাসে সেই গল্পটি আঁকার চেষ্টা করা হয়েছে। একজন বাংলাদেশীর আটাশ বছরের প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে ও কিছু বাস্তব ঘটনার আলােকে উপন্যাসটি লেখা হয়েছে।