বানিশান্তার মেয়ে এমন একটি কাহিনি যেখানে নিষিদ্ধ পল্লির সন্তানদের পড়ালেখা করতে চাইলে ভদ্রসমাজে পিতৃপরিচয়ের প্রয়োজনীয়তা এবং এই পরিচয়ের অভাবে হয়তো কোনো সন্তানের পড়ালেখা না-ও হতে পারে, এই দৃশ্য আমরা দেখতে পাই। অথচ এই অন্ধকার জগতের সন্তানেরা আমাদের একটু সহানুভূতি পেলে, আমাদের একটু সাপোর্ট পেলে অনেকখানি এগিয়ে যেতে পারে। সেই সন্তানদেরও থাকতে পারে পড়ালেখার অদম্য আগ্রহ, থাকতে পারে তুমুল প্রতিভা।
লেখিকা মনোয়ারা বেগম এই দিক দিয়ে একজন সফল গল্পকার। এই গল্পে আছে, মুক্তিযুদ্ধের কিঞ্চিৎ বর্ণনা, আছে দেশভাগের পর মানুষের প্রত্যাবর্তনের আংশিক বর্ণনা। সর্বোপরি কিভাবে আপনজনদের কাছ থেকে প্রতারিত হয়ে, বিতাড়িত হয়ে, বানিশান্তার মতো নিষিদ্ধ পল্লিতে মেয়েরা জীবন-যাপন করে সেই কাহিনির বর্ণনা আছে। বইটির সবচাইতে বড় বিশেষত্ব হচ্ছে, এটি এক বসাতেই, এক নিমেষেই পড়ে শেষ করার ইচ্ছে জাগে। আশা করি, বইটি পাঠকদের পাঠের তৃষ্ণা মেটাতে সক্ষম হবে।