দিপু আর তানিয়ার সম্পর্ক কলেজ জীবনে শুরু। খুব বেশি দিন স্থায়ী হয়নি সে সম্পর্ক। দিপু চেষ্টা করে সম্পর্কটাকে ধরে রাখতে কিন্তু হয়ে ওঠেনি। এরই মধ্যে দিপু কলেজ জীবন পেরিয়ে ভার্সিটিতে ভর্তি হয়। নতুন বন্ধু, নতুন পরিবেশ- সব নতুনের মধ্যেও মাঝে মাঝে পুরোনো স্মৃতি উঁকি দেয় দিপুর মনে। তারপরও জীবন থেমে থাকে না। নতুন বন্ধুদের সাথে ওর সময়টা বেশ ভালোই যায়। ভার্সিটিতে ও বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ওর ভার্সিটির এক বন্ধুর বোনের বিয়ের দাওয়াতে ওরা সবাই চট্রগ্রাম যায়। সেখানে পরিচয় হয় সুইটির সাথে। নিজের অজান্তেই ধীরে ধীরে জড়িয়ে যায় এক অস্পৃশ্যতার জালে।