“দা ওয়েস্টিং গেম” বইয়ের ফ্ল্যাপের অংশ:অদ্ভুত এবং বিচিত্র সব ঘটনা ঘটতে শুরু করল যখন ষােলােজন মানুষ স্যামুয়েল ওয়েস্টিংয়ের উইল পড়তে এক জায়গায় জড়াে হলেন। কেউ জানেন না খেলাধুলার প্রতি দুর্বল শত কোটি টাকার মালিক নিজের সব সয়-সম্পত্তি অচেনা লোকজন এবং একজন খুনিকে কেন দান করতে চাইছেন। শুধু একটা ব্যাপারে কোনাে সন্দেহ নেই, হতে পারে ওয়েস্টিং মারা গেছেন, কিন্তু শেষ খেলাটা খেলতে কেউ তাঁকে থামাতে পারবে না।। সহজ ভাষায় লেখা, ক্ষণে ক্ষণে মােচড় খাওয়া। রহস্যকাহিনি; ভরে দেওয়া হয়েছে আশ্চর্য সব সূত্র, ভােলা যাবে না এমন সব চরিত্র, এবং দৃষ্টি অন্যদিকে ঘােরানাের অসংখ্য ফাঁদ।