অজানাকে জানার নামই জ্ঞান। আর ধারাবাহিক পর্যবেক্ষণ ও অবিরাম গবেষণার ফলে কোনাে বিষয়ে প্রাপ্ত ব্যাপক ও বিশেষ জ্ঞানকে বলা হয় বিজ্ঞান। বিজ্ঞান নির্ভর কাহিনিই হলাে সায়েন্স ফিকশন। মানুষকে কল্পনার নভােযানে চড়িয়ে দূর আগামীর স্বপ্ন দেখানােই সায়েন্স ফিকশনের কাজ। তিল তিল করে সাফল্য ও অগ্রগতির পথে মানবসভ্যতার যতটুকু উন্নতি হয়েছে, তার পিছনে রয়েছে বিজ্ঞান। মাত্র শতাব্দীখানেক আগেও মানুষের কাছে যা কিছু ছিল কল্পনা ও অসাধ্য ব্যাপার, বিজ্ঞান। ওসবকে বাস্তবে রূপ দিয়ে মানুষের দৃষ্টিগ্রাহ্য করে। অসাধ্যকে করেছে সাধন। বিশ্ব এখন মানুষের হাতের মুঠোয়। বিজ্ঞান নির্ভর পৃথিবীর সাথে পাল্লা দিয়ে আমাদের প্রাণপ্রিয় জন্মভূমিও হয়তাে একদিন পুরােপুরি বিজ্ঞান নির্ভর হয়ে ওঠবে। সেদিন হয়তাে এ দেশের নতুন প্রজন্মের বিজ্ঞানীরা শুধু মহাকাশ ভ্রমণ করেই ক্ষান্ত। হবে না, তারা গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে বেড়াবে। এমনি ভাবনা থেকেই রচিত জসীম আল ফাহিমের শিশু-কিশাের সায়েন্স ফিকশন : চাঁদের পিঠে বাংলাদেশ। বইটি শিশু-কিশােরসহ সকল পাঠককে প্রাণিত করুক এই আমাদের প্রত্যাশা।