এক আজব রহস্যেঘেরা মানবজীবন, যার প্রতি স্তরে আলাে-আঁধারের গল্প ও বিচিত্র রঙ-ঢঙের খেলা! জীবনের এ রহস্য কোনাে বিজ্ঞানী এখন পর্যন্ত পুরােপুরি আবিষ্কার করতে পারেননি। এক এক জীবনের বিভিন্ন রঙ প্রদর্শন এক গােলকধাধা! আর এ বিচিত্র রঙের নিজস্ব আদর্শিক ট্যাবু নিয়ে যাপিত জীবন আপন খেয়ালে চলছে! কখন যে কে কী ঘটিয়ে ফেলে, তা অনুধাবন করা মুশকিল! রঙ মিয়া, পিরসাহেব বর্ষা, খনকার, জুতাবাবা, প্রসূনা চরিত্রগুলাে প্রত্যেকটি এক একটি জীবনধাধার বিচিত্র রঙ। কুলসুমের ভালােবাসার হাহাকার ও জীবনযুদ্ধে বিপন্ন ভালােবাসার পরিবেশে বৃন্তের মানুষ হয়ে ওঠা সমাজে বেঁচে থাকারই যুদ্ধ । মানবিক ও নৈতিক সমাজ প্রতিষ্ঠার জন্য পিরসাহেব বর্ষার মানুষের পাঠশালা’য় মানুষ গড়ার এক নতুন ধারণা উপস্থাপিত হয়েছে । পশুর জীবন থেকে মানুষের ভালােবাসাময় সমাজের সংগ্রামই জীবনের রঙ উপন্যাসের মূল উপজীব্য বিষয়।