ব্যবসায়ী আকরাম চৌধুরীর একমাত্র ছেলে পরাগ কিডন্যাপ হলাে। দুই দিন পর তার লাশ পাওয়া গেল। পরাগকে খুন করেছে তার চাচা আজাদ চৌধুরী। কেন পরাগকে খুন করল তার চাচা? কদিন পরে খুন হলেন পরাগের বাবা আকরাম চৌধুরী। কেন ভাই ভাইকে খুন করল? চৌধুরী বাড়ির মেয়ে কাজল ভালােবাসে তারই বাবার ডানহাত ভাড়াটে খুনি পাভেলকে। কাজলের বাবা পাভেলকেও মেরে ফেলতে চায়। কাজল সারাজীবন আপন করে পেতে চায় পাভেলকে। তার স্বপ্ন কি পূরণ হবে? জনপ্রিয় উপন্যাসিক সাবিনা সিদ্দিকীর ‘হৃদয়ে এক পশলা বৃষ্টি’ উপন্যাসে সব রহস্যের সমাধান খুঁজে পাবেন পাঠক। উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত টান টান গতি পেয়েছে কাহিনিতে। লােভ লালসা, অর্থ-সম্পত্তি কিভাবে মানুষকে পশুতে পরিণত করে, তা লেখিকা তার উপন্যাসে সুনিপুণভাবে ফুটিয়ে তলেছেন। প্রিয় পাঠক, উপন্যাসটি পড়ে আপনারা মুগ্ধ হবেন এবং পারিবারিক দ্বন্দ্ব-সংগ্রামে কিভাবে আপনজন পর হয়ে যায়, সে চিত্রও অবলােকন করতে পারবেন বলে লেখিকার আশা।