ঘড়িতে দেড়টা। আমি ফেসবুক নিয়ে বসলাম। ফেসবুকে আমার নেশা ছিল না, চন্দ্রবতীর কারণে নেশা হয়ে গেছে। চন্দ্রবতী এখনাে রহস্যের অতলে। আমি তার আসল পরিচয় জানতে পারিনি। মেসেঞ্জারে চারজন মেসেজ পাঠিয়েছে। তার মধ্যে চন্দ্রবতী আছে। আমি চন্দ্রবতীর মেসেজ ওপেন করলাম। মেসেজে চন্দ্রবতী লিখেছে- আমি সিরাজগঞ্জ আসছি। লেখা পড়ে চমকে উঠলাম। আমাদের কি তাহলে দেখা হচ্ছে?