বাঙালির হাজার বছরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯৭১ সালের সশস্ত্র মুক্তিযুদ্ধ এক অবিস্মরণীয় ঘটনা। এই মুক্তিযুদ্ধের মাধ্যমেই বাঙালিরা ছিনিয়ে আনে শতাব্দীর শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। বাঙালি জাতি বাংলার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয়ী হয়ে প্রমাণ করছে যে, তারা বীরের জাতি। তারা প্রমাণ করেছে যে, এদেশ শুধু ধানের দেশ, গানের দেশই নয়। এ দেশ সংগ্রামের দেশ, এ দেশ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিরের দেশ। এ দেশ রক্ত ঝরানাে ইতিহাসের দেশ।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সারাদেশ জুড়ে যেসব বীর মুক্তিযােদ্ধা প্রিয় মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করেছেন। তাঁদের মধ্য থেকে একাত্তর রণাঙ্গনের কয়েকজন সাহসী ও অকুতােভয় বীরদের নিয়ে একাত্তরের বীর বাঙালি গ্রন্থটি রচিত হয়েছে।
১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ চলাকালে অস্থায়ী মুজিবনগর সরকারের রাষ্ট্রপ্রধান এক আদেশবলে সাহসিকতার পুরস্কার খেতাব প্রবর্তন করেন। খেতাবগুলাে ছিল ১. বীরশ্রেষ্ঠ ২. বীর-উত্তম ৩. বীরবিক্রম এবং ৪. বীরপ্রতিক। এই গ্রন্থে বর্ণিত বীর মুক্তিযােদ্ধাগণ সকলেই নানা খেতাবে ভূষিত এবং স্ব স্ব ক্ষেত্রে অপরিসীম অবদান রেখে জাতিকে চিরঋণী করে গেছেন।