“অষ্টপ্রহর ভালোবাসা” বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া
কেউ কেউ তাে এতােই নিরস যে তাদের সামনে চার্লি চাপলি এলেও হাসে না। এই লােকগুলােকে আমি কী বলি জানিস?
‘কী?’
‘এরা হলাে অর্ধমৃত মানুষ।’
‘কী সাংঘাতিক?’
‘আচ্ছা, অর্ধমৃতরা হাসে না কেন জানিস?’
‘না।’
‘এটি একটি জন্মগত রােগ।’
‘তাই নাকি, ভাইয়া?’
‘হ্যাঁ। মানুষের ইমােশন তৈরি করে শর্ট এ্যালিল ও লং এ্যালিল নামে এক জোড়া জিন। যে সকল মানুষের ২টি শর্ট অ্যালিল আছে তারা বেশি হাসে, যাদের ১টি শর্ট ও ১টি লং অ্যালিল আছে তারা মধ্যম হাসে এবং যাদের ২টি-ই লং অ্যালিল তারা কম হাসে।’
‘ভাইয়া, তুমি অনেক জ্ঞানী মানুষ।’