“ছাগলের চাষাবাদ পাগলের আশাবাদ” বইয়ের ফ্ল্যাপের লেখা:
কেমন ছিল ২০১৯ এর বাংলাদেশ? ক্যাসিনাে আপনাকে ভিখারি করেছিল, নাকি আপনি কখনাে ক্লাবমুখাে হননি? কখনাে কী ভেবেছেন ভালােবাসার নিদর্শন দেখতে যে তাজমহলের কাছে যান, সেটার নির্মাণ সময়কালীন ইতিহাস কেমন ছিল? ভালােবাসার জন্য যে সম্রাট মহল বানাতে পারেন, তিনি কিন্তু আবার শ্রমিকদের উপর নিদারুণ অত্যাচারও করতে জানেন! ভালােবাসার জন্য যে দেবদাস জীবন দেয়, সে কিন্তু পার্বতীকে বড়শীর বাট দিয়ে মেরে কপাল ফাটিয়ে দিতে পারে! তাহলে কী করবেন আপনি? ভালােবাসা কিংবা পেঁয়াজ খাওয়া ভুলে যাবেন? গুজবের পাখায় ভর করে কাউকে গণপিটুনি দেবেন? নাকি ডেঙ্গু সচেতনতার ভান করতে রাস্তা ঝাড় দিতে নামবেন? এসব ভালাে না লাগলে আপনি সিমপ্যাথি | কোটার এম.পি তামান্না নুসরাত বুবলী’র মতাে নকল করতে পারেন! যদি নকল করে ধরা পড়ার পরও আপনার কোনাে শাস্তি না হয়, তাহলে নিশ্চয় আপনার মন খারাপ হবে।