আমাদের সমাজ নারীদেরকে ছােটবেলা থেকেই কিছু সংস্কারের মাঝে বড় করে। যা মৃত্যুর আগ পর্যন্ত একজন নারী লালন করে। এমনকি কখনাে যদি জীবনের গতিপথ পরিবর্তনের সুযােগ আসে, তবু সমাজের কথা চিন্তা করে একজন নারী কিছুতেই সামনে এগােতে চায় না। অনেক সময় নারী তার জীবনের চরম কষ্ট মেনে নিতে রাজি থাকে, তবু পরিবর্তনের পথটা সুন্দরভাবে এড়িয়ে চলে। এমন দোটানা প্রত্যাবর্তন’ গল্পের প্রধান চরিত্র আয়েশার জীবনেও এসেছিল। তবে ‘আয়েশা’ চরিত্রটি অন্যসব নারীদের থেকে একটু ব্যতিক্রম। আয়েশা চেষ্টা করেছে সাদাকালাে জীবনটাকে রঙ্গের ভেলায় ভাসাতে।