মশা অতি দুষ্ট প্রজাতির প্রাণী। এদের ক্যারেকটার বলতে কিছু নেই! যে কারণে চারিত্রিক সার্টিফিকেটও নেই! এরা বীজগণিত, পাটিগণিত এমনকি জ্যামিতি থেকেও জটিল! কখন কোন্দিকে যায়, কী অপকর্ম করে, কাকে কামড় দিয়ে ডেঙ্গু বানিয়ে পঙ্গু করে ছাড়ে তার কোনাে ঠিক ঠিকানা নেই। দেরিতে হলেও মশার বিরুদ্ধে অ্যাকশনে নেমেছেন আলহাজ ফরিদ উদ্দিন জোয়ারদার। তিনি একজন কাউন্সিলর। ফরিদ সাহেব এখন বুঝতে পারছেন- সুযােগ পেয়ে মশা মানুষের মাথায় উঠেছে। তাই তিনি মশার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘােষণা করেছেন। শুধু তাই না, বাড়ির কাজের বয়া এবং দারােয়ানকে কড়া ভাষায় নির্দেশ দিয়েছেন, কোথাও যদি একটা মশাও পাওয়া যায় তাহলে তাকে হালকা করে আহত এবং কঠিনভাবে নিহত করে, হাতুড়ি দিয়ে ইতিহাসের সেরা পিটুনি দেওয়ার পর মশাকে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করবেমানুষের রক্ত খেতে আর আসবি?