শামীম আল মামুন-এর প্রথম কাব্যগ্রন্থ ‘স্বরলিপি তোমার আমার’। এ গ্রন্থে যাপিত জীবনের নানা অভিজ্ঞতা-স্মৃতি ফুটে উঠেছে ছন্দের ঝনঝনানিতে । প্রকাশ পেয়েছে হৃদয়ের সুপ্ত আক্ষেপ। কিছু পঙক্তি বলে যায় ভালবাসার কথা, স্বপ্নের কথা । কবি শামীম আল মামুন প্রবাসে থাকলেও বাংলাভাষা-সাহিত্যের প্রতি রয়েছে তাঁর গভীর ভালবাসা। তাঁর লেখনীতেই বোঝা যায় সাহিত্যের প্রতি তাঁর ভালবাসার গভীরতা। এটি তার প্রথম কাব্যগ্রন্থ হলেও তিনি যথেষ্ট পরিশীলিত। তিনি সাধনা করেই শিল্পমাখা পথ আকড়ে থাকতে চান। শামীম আল মামুনকে সাহিত্যের আঙিনায় স্বাগত জানাই।‘স্বরলিপি তোমার আমার’ কাব্যগ্রন্থটি পাঠক মহলে সমাদৃত হবে বলে আশা করি। – শেখ সাদী মারজান