উচ্চশিক্ষার জন্য প্যারিস গিয়েছিলেন রাহাত আহমেদ। সেই বয়সে ভেঙে যাওয়া প্রেম কি তিনি বুকের ভেতর পুষে রেখেছিলেন? মাকে লেখা রাহাতের প্রেমপত্রের সন্ধান পেয়েছে শাহানা। পঞ্চাশোর্ধ্ব রাহাত আহমেদ এসেছেন ঢাকায়। শাহানা তার দেখা পায়। গল্প চলে নিজস্ব গতিতে। কেননা, ভালোবাসা কোনো শর্ত মেনে চলে না।