পাঠক, বলুনতাে কেমন লাগবে যদি আপনার যাপিত জীবন আটকে যায় উনত্রিশ দিনের। এক দূষিত চক্রে? কেমন লাগবে যদি এই চক্রে বারবার আসে প্রিয়জনদের একে একে হারানাের কষ্ট? রমিজ আটকে আছে এক অভিশপ্ত বৃত্তের মাঝে যেখানে তার চোখের সামনে বারবার খুন হচ্ছে তার বাবা, মৃত্যু হচ্ছে তার বােনের। রমিজ কি পারবে এই বৃত্ত থেকে বের হয়ে আসতে? পারবে কি ভালবাসার মানুষের কাছে ফিরে যেতে? কি ঘটতে চলেছে রমিজের জীবনে…