হে বসুমাতা কি সুন্দর করে তােমার এই সন্তানদের বুকে ধারন করেছ, কি অপরূপ। শােভা বর্ধিত করে বুকে এদের লালন করছে, তােমার এই সবুজ সমারােহ অমৃতসুধা পান করে আজ আমার মানব জনম ধন্য। তােমার এই সবুজামৃতের স্বাদ যে পেয়েছে সে কি আর এই মানব জনমে ভুলতে পারবে? হে সবুজ সখারা তােমরা জাগ্রত হও, সমগ্র বিশ্ব ভরাে সবুজ শ্যামলিমায়। কথা শােনাে সবুজ সখারাআমাদের দুর দুর করে তাড়িও না। জানি, আমরাই তােমাকে ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগেছি- সভ্যতাকে এগিয়ে নেয়ার জন্য। বারবার কষাঘাত করছি তােমাকে বৃক্ষসখা। তুমি ক্ষমা করাে আমাদের। আমরা খুবই অবুঝ, তাই তােমার ভাষা বুঝতে পারি না, তােমার ক্ৰন্দন কিংবা ক্রোধ মনুষ্য মর্মে প্রবেশ করে না। সহনশীল পৃথিবীর নির্বোধ মানব আমরা! তােমার দিকেই চেয়ে আছি সবুজামৃতে আমাদের জাগ্রত কর। আমাদের মনকে নির্মল করাে।