মনদীপ ঘরাই। তেত্রিশের এক সদা চ ল যুবক। বিসিএস (প্রশাসন) ৩১ ব্যাচের সদস্য। চাকুরীর বাইরেও সমাজসেবা, লেখালেখি নিয়ে ব্যস্ত। সে অনলাইন পত্রিকা বের করবে, নাম ‘‘কাদামাটি” আমি তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা। সে নাছোড়বান্দা আমাকে যেতেই হবে। গেলামও। কবি নির্মেলন্দু গুন, অসীম সাহা, আসাদ মান্নান স্যার, তপন কুমার কর্মকার আর আমি। আমি সাহিত্য অঙ্গনে একেবারেই রবাহুত। তবুও দু’কথন বলতেই হয়। আমি বলেছিলাম ’কাদামাটি’কে শুধু ওয়েবে না কাগজের পাতায় দেখতে চাই। পরদিন সাহস করে লিখে ফেল্ল্াম ‘‘কবি নির্মেলন্দু গুন ও আমি’’। এ জীবনে আমার লেখা প্রথম কবিতা ‘কাদামাটি’ বের হলো। আমার কবিতারও সদগতি হলো। তারপর থেকে কবিতা লিখি। কেন লিখি ? ভাল লাগে তাই। রবীন্দ্রক ছন্দ অথবা মাইকেলের সনেট কিংবা সুনিল শক্তির ছন্দহীন কবিতা। সবই লিখি। আমার পাঠক সংখ্যা একেবারেই কম। তবুও লিখব। বই বেরোলো আমার কোন কৃতিত্ব নেই। সবই মনদীপ ঘরাই নামক অসম্ভব প্রতিভাবান পাগলের।