জাতীর জনক বঙ্গবন্ধু তনয়, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিববাহিনীর অন্যতম অধিনায়ক এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বর্নাঢ্য জীবন এখনো অনেকটাই অাবছায়া রয়ে গেছে। যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু লক্ষ্য করেন শেখ মনিকে নিয়ে তেমন কোনো তথ্যবহুল কাজ এখনো হয়নি। তাঁর সে ভাবনা থেকে তিনি এগিয়ে এলেন এবং লিখলেন শেখ ফজলুল হক মনি ও যুবলীগ প্রতিষ্ঠার ইতিহাস। বইটিতে শেখ মনির যুবলীগ প্রতিষ্ঠার নানা ঘটনাবলী উঠে এসেছে।