দুরন্ত তারুণ্যে ভরপুর ওরা ছয়জন তরুণ-তরুণী। কলেজ জীবনের পাঠ শেষ করে বিশ্ববিদ্যালয়ে কেবলি ভর্তি হয়েছে। তাদের দুঃসাহসিক অভিযাত্রার কাহিনি বর্ণিত হয়েছে ‘চান্দের গাড়ি’ উপন্যাসে। ছােট্ট একদল তরুণ, যারা নিজেদের নামকরণ করেছে BLAST নামে। একদিকে নানা ঘটনা। পরম্পরা, বন্ধুদের সাথে খুনসুটি, ভুল বােঝাবুঝি, অন্যদিকে চান্দের গাড়িচালক আজিজ- যার বয়স এসব তরুণের কাছাকাছি; তারাে দুর্দমনীয় সাহস ও দক্ষতার দ্বারা চান্দের গাড়ি চালিয়ে কীভাবে ঈপ্সিত গন্তব্যে পৌছে যায় তার। শাসরুদ্ধকর বর্ণনায় উপন্যাসটির কাহিনি গড়ে উঠেছে। তারুণ্যের চরম ইচ্ছাশক্তির দ্বারা কীভাবে স্বপ্নের সাজেক। ভ্যালির ভ্রমণ সার্থকতা লাভ করে- তারই বর্ণনা উদ্ভাসিত হয়েছে লেখক অনন্যা শাহরিন প্রমির ‘চান্দের গাড়ি’ উপন্যাসে।