নূরুদ্দিন জাহাঙ্গীরের গল্পে সময় আর অন্ধকারের উন্মেচন বিশেষভাবে লক্ষ্য করা যায়। আমরা জীবন যাপন করি, অন্ধকারের মধ্যে বসবাস করি, অন্ধকারকে দেখি, তবু কদাচিৎ অন্ধকার অবলােকন করি, কিন্তু অন্ধকার নিয়ে ভাবি না। আর আঁধার দূরীকরণ কীভাবে হবে, কবে হবে সে প্রশ্নের উত্তর কখনাে পাই না। থাকে শুধু অন্ধকার’ উপন্যাসে লেখক আমাদের কালের অন্ধকারের অলিগলিতে তীক্ষ কলমের তীব্র আলাে ফেলে এ নগরের আঁধারের উন্মােচন করেছেন।