ভুলের প্রায়শ্চিত্ত’ মােহাম্মদ আবুল হােছাইন হেলালী’র অনবদ্য সৃষ্টি। এখানে তরুণ প্রেমের এক কাব্যগাঁথা হয়েছে। কিশাের প্রেমের করুণ পরিণতি লাভ করেছে, সদ্য যৌবনে পদার্পন করা দুটি মনের। মাখন-লুনার প্রেমের আখ্যান ঘটনার মাঝে এসে বাঁক বদলে যায়। এখানে নারীর মন দোদুল্যমানতায় ভাসতে থাকে । অর্থ-বিত্তের কাছে প্রেম কখনাে কখনাে হারিয়ে যায়, লােভাতুর প্রলােভনে। আমাদের সমাজে ঘটে যাওয়া এমনি একটি কাহিনি নিয়ে ঔপন্যাসিক মােহাম্মদ আবুল হােছাইন। হেলালী তাঁর উপন্যাস ‘ভুলের প্রায়শ্চিত্ত রচনা করেছেন। ‘ভুলের প্রায়শ্চিত্ত’ উপন্যাসে পাঠক দেখতে পাবেন- কিশাের প্রেম, যুব সমাজের অবক্ষয়, আর নৈতিকতার বিপর্যয়কে কীভাবে উপন্যাসের সবুজ জমিনে তুলে ধরা হয়েছে। ঔপন্যাসিক সমুদ্রভূমি কক্সবাজার জেলার অপরূপ সৌন্দর্যকে তিনি তাঁর উপন্যাসের ঘটনা পরম্পরায় বর্ণনার ঘনঘটায় তুলে আনবার প্রয়াস পেয়েছেন। সহজ সরল বর্ণনা।