‘শ্রাবণে সূর্যোদয় সব্যসাচী লেখক অজিত কুমার রায়ের একটি সামাজিক উপন্যাস। এই উপন্যাসে তিনি গ্রাম বাংলা ও শহরের স্বরূপ উন্মােচন করেছেন। তিনি একদিকে গ্রাম্য প্রকৃতির অমল রূপের বর্ণনা করেছেন, মানুষের উপর ঋতু বৈচিত্র্যের প্রভাবের কথা বলেছেন, অন্যদিকে গ্রাম্য জীবনের নেতিবাচক দিক যেমন, দলাদলি, উপাসনালয়ভিত্তিক বিবাদ, সন্ত্রাস ইত্যাদির প্রতিও আলােকপাত করেছেন। উঠতি বয়সের কিশাের-কিশােরীদের আধুনিকতার প্রভাবে বিপথগামী হওয়ার বিষয়টির অবতারণা করেছেন। উপন্যাসটিতে ত্রিভুজ প্রেমের অস্তিত্ব রয়েছে- রুদ্র মুখার্জী, তার কলেজ জীবনের প্রেমিকা পরবর্তীকালে স্ত্রী সােমা বণিক ও তাঁর প্রথম স্ত্রী রানিদেবীকে ঘিরে। প্রধান চরিত্রগুলাের প্রেম, পরিণয়, সন্দেহ, অহংবােধ ইত্যাদির দুর্লঙ্ঘ্য আবর্তের ভেতর দিয়ে উপন্যাসের বিকাশ ঘটে এবং জীবনের চরমতম উপলব্ধির মধ্য দিয়ে উপন্যাসের সমাপ্তি সূচিত হয়। উপন্যাসটির বিষয়বস্তু সমসাময়িক এবং জীবন চলার পথে এর শিক্ষা পাথেয় হিসাবে গ্রহণ করা যেতে পারে সে কথা অনস্বীকার্য ।