শাশ্বত নিপ্পনের পঞ্চম গল্পগ্রন্থ। দেশভাগ, মুক্তিযুদ্ধ, সমকালীন সামাজিক সংঘাত থেকে শুরু করে ব্যক্তির সাংসারিক টানাপোড়েন ও মনস্তাত্ত্বিক সংকট তাঁর গল্পে উপজীব্য হয়ে উঠেছে। তাঁর গল্পে সমকালীন সমাজবাস্তবতার দৃশ্যত এবং অদৃশ্য দুই স্তরের অসংগত দিকগুলো চমৎকারভাবে উঠে আসে। ভাষা নির্মেদ, গল্প এগিয়ে চলে গল্পের শক্তিতেই। গল্পগুলো আমাদের সব সময় হয়তো অজানা নয়, কখনো কখনো পাঠক মনে করবেন তার গল্পটাই বলা হচ্ছে, তবু তিনি গল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করবেন এবং চমকে যাবেন গল্পকারের গল্প বলার আশ্চর্য শক্তি দেখে। বর্তমান গ্রন্থের কয়েকটি গল্প বাংলা ছোটগল্পের ঐতিহ্যকে ঋদ্ধ করবে বলে আশা করা যায়।