সেলিম আজাদ চৌধুরীর দ্বিতীয় ভ্রমন কাহিনী, ব্রেক ড্যান্স ও মফিজদের গল্প। বইটিতে লেখক কেবল কোন স্থানের নিরাসক্ত বর্ণনায় আত্মনিমগ্ন থাকেন নাই। তিনি অত্যন্ত মুন্সিয়ানায় ভ্রমণকে সাজ পােশাকে জড়িয়ে দিয়েছেন তার অন্তর জগতের বিচিত্র অনুভূতির কথা দিয়ে। এইসব অন্তরগত ভাবনা সমগ্র বইটিকে নিরেট ভ্রমণ কাহিনীর সীমা অতিক্রম করে একটি সৃজনশীল জীবনমুখী স্বাদ দিতে সক্ষম হবে পাঠকদের। যেমন, বইটির প্রথম পর্বে, ‘ঘর পােড়া গরুর গল্প’ ও ‘চেন্নাই ভ্রমণ’-এ লেখক যখন নিজের ভীতিকর অবস্থার বর্ণনা করেন তখন হােটেলের ম্যানেজার হেসে বললেন, ‘আরোসাহেব বাংলাদেশ থেকে আসার সময় দেশের চিত্রটা সাথে নিয়ে এসেছেন। ওসব হাইজাক ফাইজাক বাংলাদেশে হয়। এখানে ওসব হয়না। এখানকার মানুষজন শান্তি প্রিয় মানুষ হিসেবে সারা ভারতে সুনাম আছে। আজ আপনি একটা বদনাম দিয়ে যাচ্ছন। এই ভাবে বইটির পরতে পরতে লেখক অত্যন্ত আন্তরিকতা ও দরদের সাথে বর্ণনা করেছেন ভ্রমণের কাহিনীগুলাের সাথে সাথে তার অভিজ্ঞতা ও তার অন্তর্নিহিত ভাবনা চিন্তাগুলি।