“গুগলে তথ্য খোঁজার ১০১টি কৌশল” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
আধুনিক জীবনের অনেকটাই ভার্চুয়াল জগতের উপর নির্ভরশীল। ভার্চুয়াল জগতে তথ্য প্রবাহ অবাধ। অবাধ তথ্য প্রবাহ ইন্টারনেট ভিত্তিক এই জগতকে পরিণত করেছে তথ্য সমুদ্রে। এই তথ্য সমুদ্র থেকে প্রয়ােজনীয় তথ্যটুকু সংগ্রহ করতে আপনাকে কোনাে না কোনাে সার্চ ইঞ্জিনের উপর নির্ভর করতেই হয়।
সার্চ ইঞ্জিনের মধ্যে গুগল অন্যদের থেকে যােজন যােজন এগিয়ে বর্তমানে অপ্রতিদ্বন্দী। গুগল ব্যবহার করে ইন্টারনেটের ভার্চুয়াল জগত থেকে সঠিক তথ্যটুকু খুঁজে বের করার কিছু কৌশল নিয়ে আলােচনা করা হয়েছে এই গ্রন্থে।