যখন খুলিয়া দিয়াছি আমারে। দেখিলাম আমি নাই, ছিলামই না কোনদিন। শূন্য। শূন্যে শূন্যে মহাশূন্য। অবাক হইয়া ফের তাকাইলাম। দেখিলাম আমি আছি। আমি ‘আমি’ নই। আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ডে। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভুতি। হঠাৎ জাগিয়া এই ‘আমি’হীন আমিটা নাচিয়া উঠিলঃ আমি আছি, আমি নাই।