“দ্য গ্র্যান্ড ডিজাইন” বইয়ের পেছনের কভারে লেখা:
ছায়াবীথি’র প্রকাশনা “দ্য গ্রান্ড ডিজাইন” প্রকৃতপক্ষে ২০১৫ সালে প্রকাশিত “সৃষ্টির মহান পরিকল্পনা অনুবাদ গ্রন্থখানির দ্বিতীয় প্রকাশ। আমার বিশ্বাস ছিল যে গ্র্যান্ড ডিজাইন বিষয়টি বাংলায় তুলে ধরি, তাহলে পাঠককে হয়তাে বেশি আকর্ষণ করবে। কিন্তু পাঠকদের প্রতিক্রিয়ায় মনে হলাে যে স্টিফেন হকিং ও গ্রান্ড ডিজাইন কথা দুটির প্রতি তাঁদের বেশি আগ্রহ। তাই পাঠকদের কথা ভেবেই দ্বিতীয় প্রকাশে বইটির মূল নামটিই রাখা হলাে। আশা করি বইটির বাংলাভাষ্য হকিংয়ের তত্ত্বগুলাে যথাযথভাবে তুলে ধরেছি, এটাও আশা করি পাঠকবর্গ হকিংয়ের বক্তব্য অনুধাবন করবেন।