যেসব ছোট্ট শিশু সবেমাত্র নানা রঙের বর্ণিল জগতে ঢুকেছে, আমার প্রথম রং করার বই ঠিক ওদের জন্যই। এই বইয়ে আছে হরেক রকমের প্রাণী। রং করার সময় কখনও কখনও দাগের বাইরে রং চলে গেলেও ক্ষতি নেই। সমস্যা নেই প্রাণীগুলোর গায়ে অদ্ভুত কোনো রং দিলেও । শিশুরা মজায় মজায় প্রাণীগুলো চিনলে আর কী চাই!