“গল্পের বই” বইটি সম্পর্কে কিছু কথা:
রাস্তায় ঝুলন্ত পতাকাটার জন্য কিছুই দেখা যাচ্ছে না! অথচ মেয়েটির চোখে পানি এসে গেছে অপরিচিত কণ্ঠে গান শুনেই । মেয়েটি একবার দেখতে চায় কার কণ্ঠ এটা! কে গান গায় এই গভীর রাতে? এত কষ্ট কেন ঐ কন্ঠে?
প্রকৃতি মেয়েটির অস্থিরতা নিতে পারলাে না। হঠাতই একটা বাতাসের ঝটকা আসলাে কোথা থেকে, আর পতাকাটা উড়তে শুরু করলাে উপর দিকে! এবার দেখতে পাচ্ছে মেয়েটি! কষ্ট কণ্ঠের অধিকারী প্রায় গলির মুখে পৌছে গেছে। মাথায় ঝাকড়া চুল, গায়ে কালাে কিছু একটা জড়ানাে। ব্যাগের মতাে কিছু একটা ঝুলছে কাধে। হেঁটে যাচ্ছে আর গান গাচ্ছে!
কে গান গায়?
কে?