“ধোঁয়াশার তামাটে রঙ” বইয়ের ফ্ল্যাপের লেখা:
কবিতা আসমান থেকে ছিটকে পড়া স্বর্গস্পর্শী। প্রাচীন মান্নাছালওয়া, নাকি পাতাল ফুঁড়ে বেরিয়ে আসা অলৌকিক কোনাে জন্তু-জানােয়ার—সে। রকম অলীক ভাবনা আমাকে কখনােই আচ্ছন্ন। করেনি। তারপরও কেউ যদি কবিতার আকৃতিপ্রকৃতি সম্পর্কে আমাকে প্রশ্ন ছুড়ে মারেন, আমি দ্বিধাহীন ভাষায় জবাব দেব—আমি নিজেই একটি কবিতা! মহাবিশ্ব-মহাকাল মহাজীবন-মহানুভবতাকোনােটাই কবিতার বাইরের কোনাে গণ্ডি নয়। কবি পথ হারালেও কবিতা পথ হারায় না কোনােকালেই।