২০১৭ সালের ২৬ মে হাইকোর্টের সামনে থেকে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অপসারণ করা হয় মৌলবাদী সংগঠনগুলাের চাপের মুখে। ভাস্কর্য অপসারণকে কেন্দ্র করে রাতভর বিক্ষোভ চলে। পরপর আরাে কয়েকটি ঘটনায় প্রতিবাদ ডাকেন সংস্কৃতিকর্মীরা। বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচিতে পরিচয় হয় সঞ্জয় এবং জ্যোতির। দুজনই সাংস্কৃতিক কর্মী এবং দুজন দুই ধর্মাবলম্বী। এভাবেই কাহিনির সূত্রপাত। ধর্মীয় কট্টরপন্থিরা যেমন রাষ্ট্রীয় চেতনার ক্ষয় করে, তেমন স্বাভাবিক পারিবারিক জীবনযাপনকেও বিপন্ন করে বিষিয়ে তােলে পরিস্থিতি। আত্মপ্রত্যয়ী এবং দৃঢ় মানসিকতার জ্যোতি-সঞ্জয় এই চক্র থেকে বের হতে চায়, বের হয়ে আসে। স্বপ্ন দেখে এক সুন্দর আগামীর। গুণী লেখক তাহেরা আফরােজের কলমে সমসাময়িক বাস্তবতার আলােকে এক অসাধারণ আখ্যান সুরের আগুন।