হৈমালি উপন্যাসের মূল পটভূমি রচিত হয়েছে পার্বত্য চট্টগ্রামে। পাহাড়ের রূপ-বৈচিত্র, অপার সৌন্দর্যের রােমাঞ্চকর পাহাড়-নদী ও ঝরনার গল্প— এই উপন্যাসে উঠে এসেছে পাহাড়ি জনপদে বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গােষ্ঠির জীবন ধারার সামগ্রিক চিত্র। শত বছর ধরে প্রকৃতির উপর নির্ভর করে তাদের টিকে থাকার লড়াই, তাদের সাংস্কৃতিক বিকাশ, তাদের প্রথাগত সামাজিক আচারসহ পাহাড়ি জনগােষ্ঠির সামাজিক চিত্র। পাশাপাশি পাহাড়ের রাজনীতি, অন্তর্দলীয় কোন্দল, ভ্রাতৃঘাতী রক্তক্ষয়ী সংঘর্ষসহ পাহাড়ের বিচ্ছিন্নতাবাদের নানান গল্প এখানে উপস্থাপন করা হয়েছে। হৈমালি চরিত্রটি পাহাড়ি সমাজের এক অনবদ্য কাহিনির অবতারণা করেছে। পাহাড়ের সবুজ প্রকৃতির সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠা হৈমালির চরিত্রে পাহাড়ি জনগােষ্ঠির সহজ-সরল রূপ, তাদের আবেগ-অনুভূতি ও প্রেম। অত্যন্ত সাবলীলভাবে ফুটে উঠেছে।