আমার সম্মুখে উপবিষ্ট নামগােত্রহীন সম্মানিত এই কুকুরের বাচ্চাটার একটা নাম দেওয়া প্রয়ােজন। কী নাম দেওয়া যায় ? নামটা আর যাই হােক তা অবশ্যই উক্তৃষ্ট হতে হবে। আচ্ছা, কোনাে মহামানবের নামে কী এই কুত্তার ‘বাচ্চার নামকরণ করা যায় ?। না না, তাতে বিরাট ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। দেখা গেলাে সেই মহামানবের ‘চ্যালাচামুন্ডারা সমগ্র দেশের শহরে-গঞ্জে-গ্রামে আমার নামে কুশপুত্তলিকা দাহ করে বেড়াচ্ছে। অবশ্য এমন একটা মহামানবের নাম নির্বাচন করা যেতে পারে, যার এ দেশে চ্যালাচামুন্ডার সংখ্যা একেবারেই কম বা নেই বললেই চলে। আমি কুকুরের বাচ্চাটার একটা নাম নির্বাচন করলাম- প্লেটো।