ঐক্য এই সমাজে শুধু প্রশ্বাস নেওয়া আর নিশ্বাস ফেলা বাঁচার সমার্থক নয়। সে জীবন বাজিরেখে বােতলার প্রাচীন অরণ্য ভূমি এবং মানুষকে বাঁচাতে মহুলকে সঙ্গে নিয়ে এক বনেদস্যু ডাকাত হামিদের মুখােমুখি হন। পরিশেষে মহুলের নেতৃত্বে শালপলী, কুটির পাড়, এমন কী বােতলার বনরক্ষা কমিটির বিদ্রোহী নারী-পুরুষরা ছুটে আসেন। জঙ্গলের অকৃত্রিম ভালােবাসা, দ্বন্দ্বময় জীবনের গল্প, সমস্ত কিছুকে ছাপিয়ে “আমায় দাও ফিরে সেই অরণ্য” উপন্যাসটি এই শতকের মানুষের জীবনের যাবতীয় অভিজ্ঞতার ভিত্তিতে আগামী প্রজন্মের সার্থকভাবে বেঁচে থাকার স্বাক্ষর বহন করবে। এক ভিন্নতর অভিজ্ঞতার মুখােমুখি দাঁড় করিয়ে দেয় পাঠককে। এর কাহিনি, ভাষা, স্টাইল, জীবনদর্শন শ্লীলতা-অশ্লীলতার সীমারেখা সবই নতুন। বাংলা সাহিত্যে ব্যতিক্রমী সংযােজন এই উপন্যাস।