ডিটেকটিভ আকুভাই, তার একান্ত সহযোগী কিশোর সবুজ। বিশস্ত সহচর যাকে বলে। বিভিন্ন কেস সলভে টুকটাক ডাক পায়। আগেও ডাক পাওয়া কেসগুলো সুন্দরভাবে বুদ্ধিমত্তার সাথে সলভ করেছে তারা। এবার ডাক পেল এক বইচোরকে ধরিয়ে দিতে। তাতে সাড়া দিয়ে আকুভাই ও সবুজ বেরিয়ে পড়ল বইচোরের সন্ধানে, কিন্তু তাতে জড়িয়ে পড়ল আরো কয়েকটি কেসে! তারা দুজন কি সবগুলো কেসই সলভ করতে পেরেছে?